নষ্ট সময়

পদ্য রচনার সময় নহে অদ্য এই নষ্ট অমানুষদের সময়ে সকল অমোঘ কবিতাকেও মনে হয় রসকষহীন কেঠো গদ্য। মানবতা অসহায় আজ অমানবদের হাতে, সভ্য কেঁদে মরে অসভ্যের আঘাতে। আলো ও সত্য আজ আঁধার, অসত্যের কাছে বিপন্ন আলোকিত সৎ মানুষ হয়েছে আঁধারবাসী অন্ধ, অসৎদের বিকৃত ঘৃণ্য উল্লাসের পণ্য। নষ্ট শাসক, নষ্ট শোষক, নষ্ট ওদের শাসনতন্ত্র। নষ্ট অমানুষদের [...]