দেখ, চপল বাঙালি জেগেছে আবার
একবার জেগেছিল বায়ান্নতে নিরস্ত্র বেশে
আবার একাত্তরে রাইফেল হাতে
ঊর্মি গর্জনে সাহসিকতায়, ছিনিয়েছে অস্তমিত অধিকার
সংকটে জেগেছে জাতি আবা্র, নতুন স্লোগানে
তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার।।

একটি দু’টি নয় স্বাধীনতার চল্লিশটি বছর পর
গোধূলি-প্রভাতে সবুজ বাংলার পথে প্রান্তরে
রচিবে কলংক ক্ষত মূলউৎপাটনের নব ইতিহাস।
দেখিবে বিশ্ব অগ্নি নাচনে প্রকম্পিত প্রলয় ধ্বনি
তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার।

গো আজম সাঈদী সাকা কাদের নিজামী
ধিক ধূম্র ধৃষ্ট সৃষ্ট যত ছুপা পাকি প্রেমী।
তারুণ্যের স্ফুলিঙ্গে উত্তপ্ত আন্দোলিত রাজপথ
শূণ্যে মুষ্ঠিবদ্ধ লাখো জনতা, কন্ঠে দৃপ্ত শপথ
তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার।

জাগণের নবউদ্যমে, প্রদৃপ্ত পায়ে, ব্জ্রকন্ঠে শানিত স্লোগানে
উদ্দীপ্ত তরুণ যুবা মজুর বৃদ্ধা শ্রমিক শিশু কিশোর
যে কভু নামেনি রাজপথে, যায় নি আন্দোলন সংগ্রামে।
ইতিহাস রচিছে, নাচিছে দামাল ছেলেরা দেখিছে বিশ্ব বিমুগ্ধ নয়নে
লাল সবুজ মননে উড্ডিন প্রজন্ম চত্বর শাহাবাগে
বেজেছে মৃত্যুর দামামা, তাকধিনা ধিন ধিন ক্ষমা নেইকো আর
তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার।।