চাই না কোন রাজাকারি রাজাকারের বিচারে,
চাই না কিছু ফাঁসি ছাড়া, জন্তুমানব বিদায় দে।

চাইনা কোন দলের নেতা চাইনা কোন বাচাল রে,
ধর্ষিতা মা ক্ষেপসে আমার, ভাত চায় না শাস্তি দে।

জন্তু ছেঁড়া বোনের কথা ভুলিস নারে ভুলিস না,
রাজাকারের শাস্তি ছাড়া ঘরে তোরা ফিরিস না।

আমার দেশের আইন কেন আমার কথা বলেনা,
ভন্ড যারা আইন বানাস দৃষ্টি সীমার বাইরে যা।

আলবদর আর রাজাকারের বিচার করুক জনতা
শাস্তি দিয়া বাচাল তগো ভিক্ষা দিমু ক্ষমতা।

খুলির ভিতর গভীর শিকড় স্বাধীনতার চেতনার
শোধ তুলব এবার সবাই অপমানের বেদ্নার।