জীবন নামের উচ্চারনে কোথায় তুমি আমি;
জমাট বাঁধে ভালোবাসা; কোথায় তুমি আমি।
প্রজাপতি নাচের নাচন পাগলা হাওয়া তরে
মন উড়েনা আর; অচেনা সব ঘোরে।

ক্লান্তি ছোঁয়া সাদাকালো স্বপ্ন দেখা দেখি;
কেনা রঙে রঙিন, এম্নি অবুঝ ফাঁকি।
তুমি আমি নিবিড় হব নতুন ভালবেসে,
চোখটি তুলে দেখো; আমি স্বপ্নহারা দেশে।

সাগরতীরে হাঁটছি একাই মিশেল আভা মেখে;
রঙ কিনবো এখান থেকে হয়ত খুঁজে দেখে।
শব্দহীনে ভেসে থাকি একলা অলস শুন্যে
অপেক্ষাতে আছি জেনো শুধুই তোমার জন্যে।

(সময় যখন ভালবাসার জন্য অকৃপণ আর অনেকটাই নিশ্চিত; ঠিক তখনই অন্যসব সেই অপূর্ব সময়টাকে ছিনিয়ে নিয়ে নেয়, খামোখাই গুরুত্বপূর্ন হয়ে ওঠে। বন্ধুপত্নী ছ বছরেও কোমা থেকে বেরুতে পারেনি। বন্ধুটি প্রতিরাতে ঘরে ফেরে হাসপাতাল হয়ে। গায়ক বন্ধুটির ভাবনা এই লেখাটায়। আরো কারো ভাবনাও হয়তোবা কাছাকাছি কোথাও; হয়তো অন্য কোন ভাবে, অন্য কোন সময়ে)