বাতাসে পোড়া ভ্যাপসা গন্ধ
স্তব্ধ আকাশ, মুক হয়ে আছে পাখিদের দল
লাশে লাশে অচেনা পায়ে শুন্যতা চারদিকে
অভাবিত ভাবনায় ঘুমহীন নিশ্চিন্তপুর;
সূর্য জাগেনি রক্তিম আকাশে আলোর মিছিলে আর
নিশ্বাসে প্রশ্বাসে বেদনার বৃদ্ধবুদে বোবা কান্নায়
ধুমায়িত কষ্টের ধিকি ধিধি অঙ্গারে কঙ্কাল সব বেওয়ারিশ লাশ
লোহা লক্করের ঝাঁপি যেন ব্যাগে ভরে প্রস্তুত দাফনে;
জন্ম-পরিচয়হীন অতীব সস্তায় কেনা পণ্য বাজার দরে
পরিবার পরিজন পিছে ফেলে সব দায়মুক্ত হবার ভার সইতে না পারে।

শত স্বপ্নের মৃত্যুর খবর এনেছে নিশ্চিন্তপুরের অগ্নিদগ্ধ ভোর
শত শ্রমিকের ঘামে রক্তে আর কফিনে মোড়া শরীরের দামে
দুবেলা দুমুঠো খাবার যোগাড়ে আর কত অপশক্তির এই কালো হাত
জনতার দৃষ্টি নগ্ন মৃত্যুর বীভৎস ছবির নীরব সাক্ষী
দুচোখের কোণে কান্নার স্রোতে শ্যাওলাভরা জঞ্জাল;
কোথায় হারাল আমার প্রিয়তম জননী, মা-বোন-ভগিনী?
স্বরণসভায় মিছিলে দাবিদাওয়ায় উচ্চারিত হয়
রাজনৈতিক অসদিচ্ছার নানা বাণী প্রিয় কবিতার চরণ
শ্লোগানে শ্লোগানে মৃত্যুর মিছিলে ভেসে যায় জিডিপি
চাপা পড়ে সব ভুলে যায় সবাই এই মৃত্যুপুরীর ট্র্যাজেডির শতকাহন
জেনো, ইতিহাস ক্ষমা করবে না;
লেখা হবে আগামীর জন্যে;
মুছবেনা কলঙ্কের এই কালি।

-সঙ্গীতা ইয়াসমিন

তাজরীন ফ্যাশনের ভাইবোনদেরকে উৎসর্গকৃত