রবীন্দ্র ছোটগল্পের শৈশবঃ আলোর অন্তরালে মৃত্যুর আঁধার

বহুবার রঙ বদলেছে সেকেলে দেয়ালটার, ঘষামাজা সেই রঙটাকে এবার গোলাপি ভাবা যেতে পারে, তাতে আটকানো একটা দেয়াল ঘড়ি; সেকেলে নয়-আবার ঝাঁ-চকচকে আধুনিক ও নয়, কোনমতে কাজ চলে যায়। ঘরের বাসিন্দা একজন, কেননা সঙ্গী হিসেবে দেয়াল ঘড়িকে কেইবা মানে। স্ফটিক জানালা জুড়ে আলো-হাওয়া যতটুকু আসে তাতে, চোখে দেখা কিংবা নিঃশ্বাস নেওয়ার কোনটাই ঠিকঠাক হয়ে ওঠেনা। স্ফটিকের [...]