একদিন এক ফোঁটা জল চেয়ে পিছিয়ে এসেছি,
চারিদিকে এতো জল,তবুও নিতে পারিনি;
হাতের আংগুল,ফাঁক গলে বেরিয়ে আসে-
আকাশ,সমুদ্র,পাহাড়,ভালোবাসা,এ পৃথিবী।
অক্ষম এক মানুষ আমি।।
ক্রমাগতঃ নিজেকে প্রশ্ন করে থাকি-
আমার আত্ননৈমগ্নে ধরা দেয় এক প্রাচীন অনুভূতি,
বারংবার এক গৎবাঁধা শব্দকথা চিৎকার করে
জানান দেয়; পরিহাস করে চারপাশ ।।

সৃষ্টিতত্ত্বে বিলাসী মানুষ আমি এক-
অপ্রয়োজনীয় অনুসংগে নিজেকে ভাসাই;
প্রাচীন পুরাণে উত্তর খুঁজে ফিরি ক্রমশঃ
নির্বোধের মতো-অক্ষম এক মানুষ আমি ।।

যে শুদ্ধ সংগীত কোনদিন শোনা হলো না;
যে পাখির কুজন বিহ্বলতায় ভরালো না;
চোখ মেলে দেখা হলো না কিছুই আমার;
ক্রমাগত ন্যুব্জ হতে হতে হারাই অন্ধকারে
একদিন; অক্ষম এক মানুষ আমি।।

বোধহীন, বুদ্ধিহীন,যুক্তিহীন – অক্ষম মানুষ আমি,
কোনদিন এতো বছরে বুঝতেও চাইনি ;
জীবনের মানে কী ?