উপহাস

কে বেশি প্রিয় ফুল না কবিতা?
-আমি জানি না, জানি না।
দুষ্টুমি না করে বলে ফেলো।
-সত্যি জানি না।
তবে কি কবিতা?
-কেমন করে বলবো?
না কি ফুল?
-ভুল না ফুল কী জানি!
বলো বলো কে?
-আমি…
সে তো সার্বজনীন। আর…?
-আর কী থাকে?
ভালো লাগা, গন্তব্যের সীমানা, প্রতীক্ষার সঙ্গী…
-যদি বলি সব আমাতেই বর্তমান।
লালন ফকির?
-ধুরো মিয়া, অতোটা স্বার্থপর আমি না।
তবে?
-হতে পারে সে।
কে সে?
-যার রূপে ঈশ্বর আছে…
এ-তো গোলোযোগ হলো।
-যার অন্তরে লুকানো প্রাণ।
রূপকথার আরব্য রজনী!
-যার চোখে বিশ্ব দেখি।
নারীরূপ?
-প্রেমরূপ।
একই হলো।
-তবে তো মিটে গেলো।
সেই ভালো।
-ভালো লাগা, গন্তব্যের সীমানা, প্রতীক্ষার সঙ্গী…?
আসলে, আর ভাবতে পারছি না।
-তবে ঘুমিয়ে পোড়ো…
তুমি?
-আমার থাক ফুল আর কবিতা।