স্বাধীনতার স্বাদ , দুরন্ত গতি এ সব কিছুই যে মধুর
কোন সন্দেহ নেই তাতে।
তিতকুটে ভাবটা তারপরেও
আমার মনে থেকেই যায়।

এভাবে দাঁড়িয়ে থাকার মানে হয় ?
অস্থির মনটা বিশাল সমুদ্র মনে হয়,
একাকী পাড়ি দেয়া কষ্টকর।

বই পড়ে কিংবা কবিতা লিখে কাজ হবে না আর,
আমার সাথে আর কিছুক্ষণ বরং থেকেই যাও, অনির্দিষ্ট কালের জন্য।
এবারের মতো; ‘না’ বলবার দরকার নেই।
একসাথে, বাতাসে নোঙরটা ছুঁড়ে দিলেই দেখবে,
আমি থেমে যাবো সাথে সাথে উৎসব উদযাপনে।

উৎসব যেখানে শেষ , সেখান থেকে আবার আমার যাত্রা শুরু ।
তখন অবশিষ্ট থাকবে পেছনে ফেলে আসা শূন্যতার একটা বৃত্ত
যে বৃত্তের কেন্দ্রে থাকবে তুমি আর তোমার রেখে যাওয়া আরেক ‘তুমি’।
এসো, একবার একসাথে, বাতাসে নোঙরটা ছুঁড়ে দেই।

আমি সাথে সাথে থেমে যাবো উৎসব উদযাপনে।

============================================
০৩/০৩/২০১১
ড্রেজডেন, জার্মানী ।

[ কবিতার ব্যঞ্জনায় গানটা মন্দ নয় !]
httpv://www.youtube.com/watch?v=MTzkDgD4IMc&feature=related