আমার কোন বন্ধু নেই।
আছে দুঃখ ।
দুঃখগুলো টুকরো টুকরো করে,
কবিতা বানাবো;
সে ক্ষমতাও আমার নেই।

গল্প অথবা প্রবন্ধের পাতা উল্টে,
তালিম নিতে গিয়ে পিছিয়ে এসেছি অনেক।

তারপর শুরু হলো, নিজের সাথে নিজের কথা বলা।
দুঃখগুলো ভেঙেচুরে উল্টে পাল্টে,
দেখতে গিয়ে, দেখি;
প্রত্যাশাই তার জননী।