নীলচে ভেজা কলসি ফুলে; টিপটিপিয়ে লুকিয়ে গেলে,
ধরে আসা বৃষ্টি ফাঁকে; কতই দিলেম উঁকি,
একটু খানি দেখেই নাহয়; দিয়ে দিতাম ছুটি,
অঝোর ধারা তাড়িয়ে দিলো; শুধু, মিছেই হুটোপুটি।

হয়ত অনেক বর্ষা হবে; বৃষ্টিখানিক থেমেও যাবে,
আকাশটা ফের রঙ ছড়াবে, নাববে ঘাসে ফিঙে,
তুমিই শুধু লুকিয়ে রবে, আজব ঘরের কোনে,
সব আয়োজন জলেই যাবে, পড়বে না’তো মনে।

অনেক রঙের মিশেল যখন; বিকেল বেলায় হল;
সেই শাড়িটা পরে, তোমার একটু হাসি এলো,
তোমায় ছুঁতে দৌড়ে এলো, রঙের আকাশ যত,
আমিই শুধু দেখতে পেলাম, রঙিন তুমি কত।