ভোরের পাখিরা বুঝি জেনেছিল
ধ্যানী কালো অন্ধকারে
ডানা ঝাপ্টিয়ে নামে সন্ধ্যা,
নীলাকাশ কালো মেঘে
ছেয়ে যায়
নিঃচুপ নিরবে।
ভাষাহীন মেঘ,
বৃষ্টির অঝোর কান্না
ঝরে অবিরত
মনে হয়,
যুগযুগ ভিজে
ভেসে যাই
অবিরাম উচ্ছাসে।
ঝড়ের পাখি,
মেঘময় উদার আকাশ
বৃষ্টির ঝর-ঝর,

সবুজের আশায়
একাকী পায়রাটি
আজন্ম বাউল-
যে বাধা থাকেনা
আঙ্গিনায়, ছাদে
গৃহ কোনে,
তবুও বসে থাকা
যুবতী জোছনার আশায়।