লিখেছেনঃ ডাইস

ফরাসি বৈজ্ঞানিক মার্কুইস দ্য লাপ্লাস যুক্তি দিয়ে দেখিয়েছিলেন-মহাবিশ্ব সম্পূর্ণভাবে নিধারণীয়(deterministic)… লাপ্লাসের প্রস্তাবনা ছিল,এমন একগুচ্ছ বিধি থাকা উচিত যার সাহায্যে মহাবিশ্বের যে কোনো এক সময়কার অবস্থা যদি সম্পূর্ণভাবে জানা থাকে,তাহলে ভবিষ্যতে মহাবিশ্বে কি ঘটবে সে সর্ম্পকেও ভবিষ্যতবাণী করা সম্ভব হবে…উদাহরণ:সূর্য এবং গ্রহগুলির যে কোনো এক সময়কার দ্রুতি এবং অবস্থান যদি জানা যায় তবে নিউটনের বিধিগুলোর সাহায্যে সৌরতন্ত্রের অন্য যে কোন সময়কার অবস্থা গণনা করা সম্ভব…গত শতাদ্বীর প্রথম পর্যন্ত নির্ধারণীয়তাবাদই(determinism)ছিল স্ট্যান্ডার্ড বৈজ্ঞানিক অনুমান।

১৯২৭ সালে ওয়ার্নার হাইজেনবার্গ নামক একজন জার্মান বিজ্ঞানী বিখ্যাত অনিশ্চয়তাবাদ(uncertainty principle)গঠন করেন…যার সারমর্ম হল,একটি কণিকার ভবিষ্যত অবস্থান ও গতিবেগ সম্পর্কে ভবিষ্যতবাণী করতে হলে তার বর্তমান অবস্থা ও গতিবেগ নিভুলভাবে মাপা প্রয়োজন…স্পষ্টত এ কাজ করার সহজ পন্থা হল কণাটির উপর আলোকপাত করা…তাহলে কিছু আলোক তরঙ্গকে এ কণিকা বিক্ষিপ্ত করে দেবে এবং তার ফলে তার অবস্থান নির্দেশ পাওয়া যাবে…কিন্তু আলোকের দুটি তরঙ্গশীর্ষের দূরত্বের চাইতে বেশী নির্ভুলভাবে ঐ কণিকার অবস্থান নির্ধারণ করা যাবেনা…সেজন্য প্রয়োজন হবে হ্রস্ব তরঙ্গদৈর্ঘ্যের আলোকপাত করা,যাতে কণিকাটির অবস্থান সঠিকভাবে মাপা যায়…কিন্তু প্লাঙ্কের প্রকল্প অনুসারে অরবিটারি ক্ষুদ্র পরিমাণ আলোক ব্যবহার সম্ভব নয়…অন্ততপক্ষে,এক কোয়ান্টাম আলোক ব্যবহার করতে হবে…কিন্তু এই কোয়ান্টাম কণাটিকে অস্থির করে তুলবে এবং গতিবেগে এমন পরিবর্তন আনবে যে সে সম্পর্কে ভবিষ্যতবাণী করা যাবেনা…তাছাড়া অবস্থান যত নির্ভুল হবে,আলোকের তরঙ্গদৈর্ঘ্যও তত ক্ষুদ্র হবে…সুতারাং এক কোয়ান্টাম শক্তির পরিমাণও হবে উচ্চতর…তাহলে,কণিকাটির গতিবেগের স্থিরত্বকে বৃহত্তর শক্তি বিঘ্নিত করে তুলবে…অন্যভাবে বলা যায়,একটি কণিকার অবস্থান যত নির্ভুলভাবে মাপার চেষ্টা করা যাবে,তার দ্রুতির মাপন হবে তত কম নির্ভুল এবং বিপরীত সত্য হবে(vice versa)…হাইজেনবার্গ দেখিয়েছিলেন যে কণাটির ভরকে তার গতিবেগের অনিশ্চয়তা দিয়ে গুন করে তাকে কণিকার অবস্থানের অনিশ্চয়তা দিয়ে গুন করলে গুনফল কখনোই একটি বিশেষ পরিমাণের কম হতে পারেনা…এই পরিমান হল প্রাঙ্কের ধ্রুবক(ħ=6.62606876*10^-34 J/s)

অবস্থান ও ভরবেগের অনিশ্চয়তাকে যথাক্রমে Δx এবং Δp দ্বারা প্রকাশ করলে, অনিশ্চয়তা নীতিটিকে নিম্নরূপে গাণিতিকভাবে প্রকাশ করা যায়,

ΔxΔp≥ħ/2

হাইজেনবাগের অনিশ্চয়তার নীতি বিশ্বের একটি মূলগত অনতিক্রমণীয় ধর্ম

লাপ্লাসের স্বপ্নের এখানেই মৃত্যু…অনেক দার্শনিকও অনিশ্চয়তাবাদের মর্ম সম্পূর্ণ উপলব্ধি করতে পারেন নি
একটি কণিকার বর্তমান অবস্থা ও ভরবেগ যদি নির্ণয় করা না যায় তাহলে ভবিষ্যত কিছুতেই নিধারণ করা সম্ভব নয়

আশা করি অনিশ্চয়তার নীতি বোধগম্য হয়েছে…এবার আসুন আমরা চেষ্টা করি এই নীতি জগতের সর্বময় ছড়িয়ে দেই…আপনি কাজটি করতে পারবেন কিংবা পারবেন না,আপনি আগামিকাল কক্সবাজার যাবেন কিংবা যেতে পারবেন না…সবই সম্ভাবনা কেননা অনিশ্চয়তার নীতি আপনাকে অচল করে দিয়েছে।

প্রশ্নঃ ঈশ্বরও কি এই নীতির ভেতরে?
উত্তরঃ হ্যাঁ

কেননা ঈশ্বর নিজেই নিয়মের ভেতরে…নিয়মের বাইরে থেকে জগতের সাথে সম্পর্ক স্থাপন করা অসম্ভব

সেটা কিভাবে? আসুন দেখি আইনস্টাইন কি বলে,

the laws of physics don’t change, even for objects moving in inertial (constant speed) frames of reference

সংক্ষেপে পদার্থ বিজ্ঞান সব জায়গায় এক…আপনি এন্ড্রোমিডাতে কোন পরীক্ষার যে ফলাফল পাবেন মিল্কিওয়েতেও একি ফলাফল পাবেন,দুই জায়গায়ই একই নীতি প্রযোজ্য হবে
সুতরাং ঈশ্বর নিজেও নিয়মের বেড়াজালে

এবার আসুন দেখি ধর্মগ্রন্থে ঈশ্বর তার ক্ষমতার কথা কিভাবে উল্লেখ করেছেন,

সূরা ইউনুস (মক্কায় অবতীর্ণ)

وَمَا كَانَ النَّاسُ إِلاَّ أُمَّةً وَاحِدَةً فَاخْتَلَفُواْ وَلَوْلاَ كَلِمَةٌ سَبَقَتْ مِن رَّبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ فِيمَا فِيهِ يَخْتَلِفُونَ (আয়াত নং ১৯)

বাঙলা অনুবাদঃ আর সমস্ত মানুষ একই উম্মতভুক্ত ছিল, পরে পৃথক হয়ে গেছে। আর একটি কথা যদি তোমার পরওয়ারদেগারের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত না হয়ে যেত; তবে তারা যে বিষয়ে বিরোধ করছে তার মীমাংসা হয়ে যেত

আয়াতটির একটি অংশ, ”আর একটি কথা যদি তোমার পরওয়ারদেগারের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত না হয়ে যেত; তবে তারা যে বিষয়ে বিরোধ করছে তার মীমাংসা হয়ে যেত”

এখানে পুর্ব নির্ধারিত বলতে ২ টি কালকে বুঝানো হতে পারে
১। ঐ সুরা নাজিলের সময়ের কোন ঘটনা পূর্ব নির্ধারিত
২। সামগ্রিক সব ঘটনা পূর্বনির্ধারিত

১ হতেঃ ধরি,ঐ সুরা নাজিলের সময় কোন ঘটনাকে নির্দেশ করা হয়েছে…ধরি সুরা নাজিলের হিজরি সন ৬১৯…তাহলে এর পুর্বে ঘটে যাওয়া ঘটনাটা ঘটেছিল এরপুর্বের যেকোন একটি সন ধরি ৫৯৯ সন
কিন্তু অনিশ্চয়তা অনুসারে আপনি কোন ভাবেই ৬১৯ সালের ঘটনা ৫৯৯ সালে জানতে পারবেন না…যা পারেন কেবল মাত্র সেটি হল ভবিষ্যতবানীর সম্ভাবনা

২ হতেঃ ধরি এখানে সামগ্রিক সব ঘটনাকে পুর্ব নির্ধারিত বলা হয়েছে…অনিশ্চয়তা অনুসারে কেউ নিয়মের মধ্যে কোন ঘটনার সঠিক ভাবে ভবিষ্যতবানী করতে পারেনা সুতরাং কোন ঘটনাই পূর্ব নির্ধারিত হতে পারেনা

১ ও ২ নং অনুসারে কেউ যদি দাবি করে আমি ৬১৯ সালের ঘটনা ৫৯৯ এ জানতাম তাহলে সে অবশ্যই মিথ্যা কথা বলছে কিংবা বিজ্ঞান জানেনা অথবা জ্ঞানীদের হাসির সুযোগ করে দিচ্ছে বা সাহিত্যিকদের রম্য রচনার খোরাক তৈরি করছে

প্রচলিত ধর্ম সমূহে যে সকল ঈশ্বর বিরাজমান তাদের মতে তারা সর্বশক্তিমান কিন্তু অনিশ্চয়তা তাদের শক্তির ভারসাম্যে বিরাট একটা প্রশ্নবোদক চিহ্ন এঁকে দিয়েছে…অনিশ্চয়তা হাতে কলমে দেখিয়েছে যদি আপনি অস্তিত্বশীল হন তাহলে আপনি অক্ষম…আরও দাবি করা হয় সব পূর্বনির্ধারিত কিন্তু অনিশ্চয়তা দেখিয়েছে কোন কিছুই পূর্ব নির্ধারিত হতে পারেনা…পরিহাস থাকবে সেই সকল মানুষদের জন্য যারা অজ্ঞতায় অক্ষম এক ঈশ্বরের পুঁজা করছে

সাহায্যকারী সোর্স সমূহঃ

অনিশ্চয়তা নীতি
http://en.wikipedia.org/wiki/Uncertainty_principle
http://plato.stanford.edu/entries/qt-uncertainty/

স্পেসিয়াল রিলেটিভিটি
http://en.wikipedia.org/wiki/Special_relativity
http://www.dummies.com/how-to/content/einsteins-special-relativity.html

কোরআনের সুরা ও আয়াত
http://www.ourholyquran.com/index.php?option=com_content&view=article&id=161&Itemid=83
http://www.deshforum.com/showthread.php?tid=8440