নিকষ কালো অন্ধকারে হারিয়ে যাওয়া সেও ভাল,
তবু আপন হৃদয়-প্রদীপ জ্বেলে ‘অন্ধজনে’ দেহ আলো।
মুক্ত মনের পূন্যভূমে স্বাধীন-প্রানের দীপ জ্বালো,
সেই দীপেরই আলোর ছটায় অন্ধমনে দেহ আলো।
কি লাভ থেকে দিন-রজনী বিষয়ভাবে আত্তহারা-
মুক্ত-ভাবে হৃদয় হবে, মুক্ত-স্বাধীন পাগল পারা।
ভালবাসার নিলয় যেমন, তেমনি আছে জ্ঞানের আলো-
দুইয়ে মিলে সাম্য হলে, ঘুচবে মনের সকল কালো।
যুক্তি মাঝে মুক্তি খুঁজো, প্রেমে খুঁজো স্নিগ্ধ ছায়া-
এই দুয়েরই দোলন দোলায় যুক্ত তোমার সকল কায়া ।
হারিয়ে যাওয়া এতই সোজা? কোথায় তুমি হারিয়ে যাবে?
বৈপরীতের দোলন-দোলায় আবার তোমার জন্ম হবে।
অসীম-আকাশ শুন্য মাঝে কে যেন আজ ডাকছে মোরে,
আমার নতুন জন্ম হলো বৈপরীতের বাসর ঘরে।