আমি নিজেই কবিতার খুব একটা ভক্ত নই। কবিতার লাইন সংখ্যা ১০ অতিক্রম করলে পড়ার আগ্রহ হারিয়ে ফেলি। তবে অনুকবিতা পড়তে ভালো লাগে। মাঝে মাঝে নিজেও ফেইসবুকে অনু-কবিতা লিখে ফেলি। ফেসবুকে স্টেটাসে লেখা সেই কবিতাগুলোর চারটি নিয়েই আজকের আমার এই পোষ্ট।

হাইকোট ও ধর্মানুভূতি

স্রষ্টা বেচারা ঘুমিয়েই তাই
দুষ্টু নাস্তিকেরা দিচ্ছে আন্ডা;
অসহায় আস্তিকদের পোদ রক্ষায় তাই
হাইকোট উড়িয়েছে ঝান্ডা!!

(হাইকোট কর্তৃক ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে ১ টি ওয়েব সাইট ও ৫টি ফেইসবুক একাউন্ট বন্ধের প্রেক্ষিতে লিখা)

গোপন টোকা

গোপন টোকা দেবো বলে
হাঁটি তোমার জানালার পাশে;
হায়রে কপাল জানালা খুলে
তোমার বেরসিক বাবা কাঁশে!!

স্মৃতি

সময়কে বন্দি করে
বসে আছি নিয়ে কাঁচের জার;
নিসংগতা চুপি চুপি এসে
নেড়ে দিয়ে যায় স্মৃতির দুয়ার!!

দলছুট

উষ্টা খাইয়াও হইনা পশ্চিম মুখি
দাঁড়াইয়া মুইত্যা হারাই শুধু নেকি;
ধর্ম আর কুসংস্কারের সঙ্গম চলে
নামাযের কাতার ছেড়ে তাই দলছুটদের দলে!!