হে বন্ধু আমার,
তোমাতে আমাতে দেখা হয়েছিল
বহু বহুবার।
দেখা হতো প্রতিদিন
দেখা হতো বারবার।
দুজনার মনে বাজিত
একই গান, একই সুর।
দুজনার দুটি মন
মিলেমিশে হয়েছিল একাকার।

একবার,
ঝড়ো-হাওয়ার ধুলোর মতন
উড়ে চ’লে এলাম আমি বহু বহুক্রোশ দূর।
তুমি আর আমি আজ বহু বহুদূর।
তবুও কি মাঝে মাঝে তোমার
হৃদয়ের মাঝে বাজেনা
সেই আগেকার দিনের সুর?
স্থান আর সময়ের দূরত্বে
কেটে গিয়েছে কি সেই মধুর সুর?

প্রতিদিনই হতো দেখা
তোমার-আমার।
তবুও রহিতো প্রতীক্ষা
আরো আরো দেখিবার।

হে বন্ধু আমার,
আজি আর করনা কি প্রতীক্ষা
পথধারে বসিয়া অধীর
আমায় শুধু একপলক দেখিবার?

একদা সকল দিনে, সকল ঋতুতে
হতো দেখা তোমার আমার।
আজি দিনগুলি সব কেটে যায়
ঋতুগুলিও একে একে কেটে যায়।
একটি বারও হয়না দেখা আর।

দুজনে একদা হেঁটেছিলাম একই পথে।
দাঁড়িয়ে ছিলাম একই সমুদ্রের পারে।
দুটি মনে একটি স্বপ্ন দেখেছিলাম বারেবারে।
আজ আমি মহাসাগরের এই পারে,
আর তুমি ওই সুদূরের ওপারে।
বন্ধ হয়েছে দেখা সাক্ষাত তোমার আমার।
বন্ধ হয়েছে কি দুটি হৃদয়ের
হৃদয় অনুভব,
বন্ধ হয়েছে কি
দুটি হৃদয়ের দ্বার?