চিহ্নিতা

হে মেয়ে, তুমি হাতে পরো শুভ্র শাখা সিঁথিতে তোমার রক্তাভ সিঁদুর আঁকা। তুমি পরিণয়ের চিহ্ন বহনকারী গর্বিতা বিবাহিতা নারী। তোমার জীবনের দোসর বিবাহিত পতি পরমেশ্বর। তবে কোথায় তার পরিণয়ের চিহ্ন কোথায় শাখা-সিঁদুর! দুজনার বিবাহের বন্ধন পতি-পত্নী দুজনার জীবন মিলে হয় একটি জীবন। একজনের অঙ্গে অঙ্গে, কাজে কর্মে চিহ্নের ছড়াছড়ি। চিহ্নহীন কেন আরেকজন? তুমি যখন স্বামীর [...]