কালের অনুধ্যান

দাদায় আদা খায়,না পাইলে হুদাই চাবায় ছোটবেলায় বরই বিচি মুখে নিয়ে ঘোরাঘুরি ছিল বরইয়ের দিনে প্রাত্যহিক অভ্যাস। আর এখন ছেলে বুড়ো নির্বিশেষে চুইংগাম চিবায়। অনেকে পান চিবায়। বরই বিচির প্রাপ্যতা সব ঋতুতে নেই, কিন্তু চুইংগাম মুখে নিয়ে ঘোরাঘুরি সব সময়। আধুনিকরা এ সুযোগ সব ক্ষেত্রেই পায়। আর বরই বীচি মুখে নিয়ে নাড়াচাড়া ছিল ছোটদের অভ্যাস, [...]