কি বলবো তোমায় জানি না
মনের গহীনে অদ্ভুত অনুভুতি
দূরালাপনীতে তোমার ম্রিয়মান কণ্ঠস্বরে
ক্রমান্বয়ে নিরুদ্দেশ যাত্রা।

মৌচাকে এখন নিরবতা
মক্ষীরা দিয়েছে ধর্মঘট
প্রলেপ দেয়ার মত মধু নেই
তোমার তিক্ত শব্দমালায়।

আমরা প্রেমের যাযাবর
নিখোঁজ পরিত্যক্ত শহরে
সপ্নবাসনা এবং বাস্তবতার
মাঝে ঝুলে থাকা আত্মা।

আমরা প্রেমের যাযাবর
কুয়াশার বুকে অভিজ্ঞ পর্যটক
প্রতীক্ষা করে লাভ নেই
শেকড় আমাদের গজাবে না
আমাদের সামনে বাতাসের হুলিয়া।

আমাদের মনে উকি দেয় একটা
মরূদ্যান এবং একটি রাত্রি
পরিবর্তনশীল পৃথিবীতে আমরাই ধ্রুব।
তুমি জেনে গেছ এরই মাঝে
আমাদের মন পড়ে থাকে একটি মরূদ্যানে ….
আর অন্য সব জায়গা সবসময়ই অপ্রতুল।
তুমি ইতিমধ্যেই জেনে গেছ …
এটাই সত্য।