মহা প্রতারণা অষ্টম অধ্যায়

অসহায় আদি মানবগণ তাদের অসহায়ত্বের ধারা হতে রক্ষা পেতে কল্পিত স্রষ্টার আর্বিভাব ঘটায়। এ প্রক্রিযায় তারা চন্দ্র-সূর্য,নদী, সমুদ্র, গাছ-পালা পাহাড় পর্বত ও অগ্নি হতে শুরু করে বৃহৎ কোন কিছু দেখলেই ভক্তি নিবেদন করতো। এ ভক্তি নিবেদন ছিল সুষ্ঠভাবে বাঁচার জন্য যা বর্তমান সময়েও আদিবাসী সম্প্রদায় সহ সনাতন পন্থিদের মধ্যে প্রচলিত আছে। ‌এভাবে আদি মানবের মধ্যে [...]