রাষ্ট্র বললেই মনে পড়ে নিরীহ মানুষের নিপীড়ন নির্যাতন দমন
কোষাগারের অস্ত্র লুণ্ঠন, কারাগার ভেঙে বন্দীর পলায়ন
অত্যাচার দুর্বলের উপর সবলের
অযোগ্যতার দখলে সকল বড় চেয়ার ।

রাষ্ট্র বললেই দেখি কিশোরীরর ম্লীলতাহারি, মায়ের লজ্জাহরণ
যৌতুকের পীড়নে যুবতীর আত্মহনন
ভিক্ষুকের মিছিলে ক্ষুধার্ত মায়ের মুখ
মা বিকোয় ছেলেকে পেটের জ্বালায়
কে নেবে এই নিষ্ঠুরতার দায়?

রাষ্ট্র বললেই মনে পড়ে পুলিশি নির্যাতন, হরতাল, বনধ্&
লাঠিপেটা, গণপিটুনি, অগ্নিসংযোগ
র্যা ব পুলিশের বন্ধুকযুদ্ধ সন্ত্রাসী মৃত
চিরুনী অভিযান, কুকর অভিযান, গ্রেফতার আটক পরোয়ানা ।

রাষ্ট্র বললেই মনে পড়ে মিথ্যাচার,
লোভী আর পরশ্র্রীকাতরতায় ডুবন্ত জনপদ
রাষ্ট্র বললেই মনে পড়ে শোষকের অনাচার শোষিতের ক্রন্দন
ক্ষুধা দারিদ্র্য, অনিয়ম, অন্যায়, অবিচার, সর্বত্র হাহাকার ।

রাষ্ট্র বললেই দেখি কোটি কোটি মানুষের মিছিলে নগ্ন পিপীলিকার দল
ঝড়ের আভাসে মুখে ডিম নিয়ে ছুটছে
রাষ্ট্র বললেই দেখি ৫৬ হাজার বর্গমাইলের হতাশায় ভারাক্রান্ত মুখ
লাল সবুজে আঁকা জননীর দোমড়ানো মোচড়ানো অবয়ব।

সঙ্গীতা ইয়াসমিন