জলবতী মেঘের মত ভার হয়ে থাকে মন,
উষ্ণতার অভাবে ঝরতে পারিনা।
প্রবাহহীন শৈত্য জমাট বেঁধে থাকে শুধু শুধু,
বাতাসের অভাবে বইতেও পারিনা।

টিপ টিপ টিপ বৃষ্টিও ভুলে গেছে আমাকে,
জবাবদিহি দেবে না বিদ্রোহের।
নির্লিপ্ত দেয়া নেয়া ভাব আড়ি কাটাকুটি,
বন্ধুহীনতা অস্বীকার করি একাকী।

বাষ্পকণারা বদলেছে স্বভাব মিশবেনা আর ছোট হয়ে,
দৃষ্টিসীমায় অর্থহীন ভেসে থাকা।
এতটা অপ্রয়োজনীয় দূরাগত রঙধনুও অবজ্ঞা করে আমাকে
স্থবির, ভাসমান, জলবতী মেঘ।