ক্ষমা একটি মহৎ গুণ।
কিন্তু সবক্ষেত্রে নয়।
কোন কোন ক্ষেত্রে তা হীনমন্যতার পরিচয়।
যারা আমাদের কন্যা, মাতা,
ভগিনীদের ধর্ষণ করেছে;
তাদের ক্ষমা করলে আমরা মহান হয়ে যাবো!
আমার দরকার নেই সেই মহত্বের।

যারা হত্যা করেছে,
চরম ধ্বংসলীলা ঘটিয়েছে পরম উল্লাসে
তাদের ক্ষমা ক’রে আমি মহান হতে চাইনা।
তাদের প্রতি আমি
ক্ষমাহীন, রুদ্র, নিষ্ঠুর হতে চাই।
আমি তাদের বিচার চাই।
আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই।
আমার কাছে তাদের কোন ক্ষমা নাই।

হৃৎপিণ্ডে লাশের বোঝা নিয়ে,
এই রক্তভেজা মাটিতে দাঁড়িয়ে,
এই রক্তসাগরের পারে দাঁড়িয়ে,
এই রক্তমাখা সূর্যের নীচে দাঁড়িয়ে,
এই ক্রন্দনরত আকাশের নীচে দাঁড়িয়ে,
এই শোকার্ত জনপদে দাঁড়িয়ে,
আমি কীকরে হন্তারকদের ক্ষমা ক’রে দেই!

এই বেদনাতুর ভূখণ্ডের উপর দাঁড়িয়ে
দীর্ঘশ্বাসে ভরা বাতাসের মাঝে দাঁড়িয়ে
৩০ লক্ষ সন্তানহারা শোকে উন্মাদিনী
মায়ের বিদীর্ণ বক্ষে দাঁড়িয়ে
আমি কীকরে তাদের ক্ষমা ক’রে দেই!

খুনী, ধর্ষক, ডাকাত, প্রতারকদের
ক্ষমা ক’রে আমি মহান হতে চাইনা।
আমার দরকার নেই সেই মহত্বের।
তাদের প্রতি আমি
ক্ষমাহীন, রুদ্র, নিষ্ঠুর হতে চাই।
আমি তাদের বিচার চাই।
আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই।