অনুভব প্রস্রবণ আবিরাম;
অর্থহীন ঢেউভাসা সঙ্গীত;
বানজলের মূখ থোবড়নো;
হিসেব মেলাতেই পারিনা।

বোল কিংবা স্বরলিপি;
বেতাল গানের অন্তরা;
সঙ্গীত, অসম্পূর্ণ সঞ্চারী;
আমি লিখতেও পারিনা।

চোখ মেললে অন্ধকার,
ঘোলাটে আলো বুজলেও,
দেখলেও ইচ্ছা অস্বীকার,
আমি বুঝতেও পারিনা।

স্থবির অনন্ত সময়,
চেনামূখ হারায়ে রয়,
সমান্তরাল কিভাবে মেলে,
ইউক্লিড, ভালবাসতেও পারিনা।