১. খেজুর কাঁটা

খেজুর পাতা, খেজুর পাতা
খেজুর গাছে কাঁটা
আমার সিনার মইধ্যে খানে
পুত্রবধূ আঁটা!

২. বে-দ্বীন

উস্ট্রি চলে হেলে দুলে
ঘোড়ায় তোলে ঝড়
বে-দ্বীন গুলা কতল করে
মাইয়া গুলা ধর।

৩. ঘণ্টা

ঘণ্টা বাজে ঘণ্টা বাজে
আসলো নয়া বাণী,
বউতে যদি প্রাণ না জুরায়,
বান্দী ধরে টানি।

৪. পুতুল খেলা

কন্যা তোমার নাম কি বল
কোন মুলুকে ঘর
পুতুল খেলা সাঙ্গ করি
আমায় ডাক বর।