গাড় কুয়াশা উষ্ণতার আদরে; ফিকে হয়ে যায় ভালোলাগা চাদর;
স্বচ্ছতা খামোখা চাইলে,
ঝাপসা ভালো লাগে আমার; খামোখা ভাসিয়েই রাখলে অস্পৃশ্য।

উঁচু সেই পাহাড়টার ওপাশে; হঠাৎ ধেয়ে যাবার তীব্র আকাঙ্ক্ষা;
শুধুই উপেক্ষা অনিচ্ছায়,
কিসব আজেবাজে প্রয়োজন; অদ্ভুত গিঁট মারা সংসার।

সিঁদুর রঙের বিস্তৃত বিকেল; আলসেমির ঢাল বেয়ে নেবে যাওয়া;
আমার ভালই লাগে,
বিষম তাড়াহুড়োয় দেখলেনা; বানানো সে ঝকমকে ভালোবাসার জন্যে।

আঁজলা ঝরা অধরা জলধারা; আমি তো কক্ষনো ধরতে চাইনি;
এমনি এমনিই ভালো,
অসম্ভব প্রবল প্রকৃতি; আজবই রাখলে মূল্যহীন রতন।

আমি তুমি কিছুতেই থাকবনা; না চাইলেও ওটা পিছু নেবে;
এড়ানোটা উল্টে যাবে,
এখনই সময় ভালোবাসার; এসো অবশিষ্টে ভাসাই জাহাজ।