বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ক্ষমা করার জন্য সৌদি আরবের বাদশাহ’র কাছে একটি চিঠি পাঠানো হয়। সে প্রেক্ষিতে সৌদি সরকার জানায়-

* “শরীয়াহ আইন অনুযায়ী হত্যার শাস্তি মৃত্যুদণ্ড। কেবলমাত্র নিহতের পরিবার এ দণ্ড ক্ষমা করতে পারে”

* “পবিত্র কোরানের বিধান অনুযায়ী হত্যাকান্ডের জন্য দণ্ডপ্রাপ্তদের ক্ষমা প্রদানের এখতিয়ার রয়েছে কেবলমাত্র নিহতের পরিবারের।”

* “নিহত হাসান আল সাইদ মিশরের প্রত্যন্ত জনপদ শারকাইয়া এলাকার অধিবাসী। ওই এলাকার অধিবাসীরা সাধারণভাবে হত্যার বদলে হত্যার নীতি একনিষ্ঠভাবে বিশ্বাস করেন।”

তাই আসুন সকল বাঙালি হিন্দু-মুসলিম-খ্রিস্টান-বৌদ্ধ সকল বিভেদ ভুলে দয়াময় আল্লার কোরান ও সুন্নাহ’র আইন প্রতিষ্ঠিত করি।
—আমিন!

সৌদিতে ৮ বাংলাদেশীর শিরচ্ছেদ
সৌদিতে শিরশ্ছেদ হওয়া ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে