লিঙ্কঃ সূরা মোখতাসার ১,, সূরা মোখতাসার ২, সূরা মোখতাসার ৪

বেহেশ্তি মোমিনের আশেপাশে ঘাঁটু রয়, কেশহীন কিশোরেতে সহবৎ নাই ভয়,
হূরী রবে কুমারী সহবৎ করিলে, যতখুশি তত কর; তা-ওবাতে মরিলে,
অজুবৎ সূরা পড় আল ওয়াক্কি-য়া্, সতরো-সে আয়াতেই; ইহা পাবা গি-আহ্,
বউদাসী যত-খুশী সহবৎ করে যাও, মুমিনুন সূরাতে ছয়া-আত্ দেখে নাও।

ধন-রেখে মরিলেই মুমিনের সব শ্যাশ, বেহেস্-ত বাদ গেলো আগুনেই হায়ক্লেশ;
মরনের আগে সব বাকিতেই বেচিবাহ্, আল্লা-হ কিনিয়াছে ইজা খাতা রচিবাহ্;
আল্লার রাহে তুমি মরিবা-ও মারিবা, জান্নাত কন-ফার্ম তা-ওবা সূরা স্মরিবা;
লেখা আছে একশত এগারো-সে আয়াতে, মুমিনের এবাসেবা ফর্যে সে হায়াতে।

ভয় হল মূলধন ইসলামী চরিতে, কোর-আন্ খূলিলেই পাবে তাহা পড়িতে;
প্রায় পাতা এককথা সন্দেহ কুনোনাই; বিশ্বাস ভয় কর যুক্তির কথা নাই।
চাইলেই যেতে হবে শয্যায় বিবিকে, যেবা খুশী ব্যাবহার অথরিটি স্বামীকে;
সূরা পড় বাকারা দুশ-তেইশ আয়াতে, ছিঃ নারী স্বাধীনতা পতিটিরই ছায়াতে।

হুকুম না-মানো যদি আল্লার রসুলে, অবাধ্য আল্লার; পড়ে গেলে অকূলে,
নিসা পড় মনদিয়ে আশীতম আয়াতে, এইকথা লেখা আছে পবিত্র ছোঁয়াতে।
যাই বলো ওরেভাই কোরানযে পড়াচাই; নিজেপড় বিকল্প মোটেকোন জানানাই।
তাইরে নাইরে নাই; ঘন্টাধ্বনি চাই, স্বপ্নেদোষ লাগিলেরে আবার দিমু ভাই।