কতো দিন পর দেখা
শৈশবের সাথী
কী নাম ছিল?
বাসি ফুলের ঘ্রাণে
মিশে একাকার।

সেই ধূ-ধূ অবেলায়
স্মৃতির ডানায় ভর করে
চঞ্চল হাওয়ায়,
হঠাৎ বর্ষণ নামে
সিক্ত হয় দেহ মন।

ভুলে যাওয়া
মনের আরশিতে
রেইল পথের
শেষ সীমান্তে
মিলিয়েছ কী?

উদ্ভিদের মত
মানুষের ঘন বসতি
প্রত্যক্ষ করি,
উদাসী চায়ের পেয়ালায়।