এত শুভেচ্ছা, ম্যাসেজ, এত ফোন। কিন্তু আনন্দতো দূরের কথা,ঈদের কোনো অনুভূতি-ই হচ্ছে না। এরকমতো কখনো হয় না। তাহলে, সমস্যাটা কি?…অবশেষে আবিষ্কার করলাম। যেই না শুনলাম, “ও মোর রমজানের ঐ রোযার শেষে, এলো খুশীর ঈদ”–আর ঠেকায় কে, আনন্দের বাঁধ ভাঙ্গা জোয়ার। ঈদ মোবারক!!! সবার কাছেই হয়তো আছে গানটা, তারপরও এই লিঙ্কে ক্লিক করলে আবারো শুনতে পারবেন। ক্লিক করে দেখুন, যতই শুনতে মন না চায় না কেন, বাজী ধরে বলতে পারি, ভালো লাগবে। আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে গানটা।

এত এত অমিল, এত এত মতানৈক্যের আমাদের এই দেশে ঈদ-পূজো-বৈশাখ এই দিন গুলোতে সবাই একসাথে একই উদ্দেশ্যে ছুটে যায়, ভালো লাগে। দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, অংশগ্রহণ করতে ভালো লাগে। কারণ-অকারণ যাই থাকুক, যাই না থাকুক, সে দিকে যেতে চাইনা, সেটা বলতে চাইনা, শুধু বলতে চাই ঈদ মোবারক। জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাইকে।

এত এত পরিশ্রম করে মুক্তমনা সাইটটি যারা চালিয়ে নিচ্ছেন; পাঠক, লেখক, আলোচনা-সমালোচনাকারী, মডারেটর, পৃষ্ঠপোষক, ডিজাইনার এবং অন্যান্য সকল ব্লগের সবাইকেও ঈদের শুভেচ্ছা।

মইনুল রাজু (ওয়েবসাইট)
[email protected]