লিঙ্কঃ সূরা মোখতাসার ১, সূরা মোখতাসার ৩, সূরা মোখতাসার ৪, সূরা আল মূত্ত্যাজিয়া, কোথা থেকে এলো আজকের কোরান, হিজাবী মেয়ে বেহেস্তি সুখ

দুহাত ওয়ালা আল্লা পাক, নিরাকার তত্ত্ব চুলায় যাক,
সূরা আলযুমার সাতষট্টি ভাই, দুইহাত নিয়া সন্দেহ নাই।
আল্লাহর চেয়ে পাহাড় বড়, ত্বীন্ সূরার দুই আয়াত পড়,
আকার একটু বোঝা গেলো, মুখতাসার ফের শুরু হোল।

বউ বাচ্চা বড়ই দুশমন, তোমার টাকা আল্লাহর ধন;
খরচা কর আল্লার নামে, সংসার কর্ম যাক জাহান্নামে;
আত্ তাগাবুন সূরা দেখ, চৌদ্দ আয়াত মাথায় রাখো,
ফেরত দিগুন পাইবা ধন, সতের আয়াত আত্ তাগাবন।

নারীকে যদি মারতে চাও, চাইর পুরুষে সাক্ষ্য দাও;
আন্ নিসা সূরা চাও, পনেরো আয়াত দেখায়া দাও।
চারটা পুরুষ যদিনা পাও, একাই চারবার সাক্ষী দাও;
আননূর আয়াত ছয় দেখাও, ওই নারীতে দোষ লাগাও।

মনচায় যদি তালাক দাও, ভিন্ ব্যাডারে বিয়া দাও,
পুরানা স্ত্রী ফেরত চাও? ওই ব্যাডারই তালাক নাও,
কোরান পাকে লিখা বটে, পড়লে নিজে ঢুকবে ঘটে,
বাকারা দু’শ তিরিশ নোটে, ভ্যজাল কথা এমনি রটে?

(পবিত্র এই সূরা খানির নামান্তে ২, প্রকারন্তে আরো নাযিল হইবার সম্ভাবনা দেখায়)