লিঙ্কঃ সূরা মোখতাসার ২, সূরা মোখতাসার ৩, সূরা মোখতাসার ৪

বৌ পেটানো হালাল করি; সূরা নিসার চৌত্রিশ পড়ি,
সূরা গুলার এইকি ছিরি, ঘাপলা দেখে মরি মরি;
পুরুষ জাতি উচ্চ ধরি, নারী রাখছেগো নিচা করি,
দেইখা আসেন আল বাকারার, দুই শত আটাশ পড়ি।

পুরুষ জাতি কামাই করে, নারী শুধুই খরচা করে;
এই কারণে পাক কিতাবে; কর্তৃত্ব সব পুরুষ ধরে,
নিসা সূরা মজার অতি, পুরুষ তো চৌত্রিশেই গতি;
নারী; অঙ্গ হেফাজতি, পুরুষ করবে ইচ্ছা রতি।

এক পুরুষের সাক্ষী যাহা, দুই মহিলা লাগবে তাহা,
আল বাকারা দুই বিরাশি, পড়লে পাবে বেদম হাসি।
দু’শ তেইশ আল বাকারার; নারী ও ক্ষেত সব-একাকার।
এতিম দেখে চারটা বিয়া, নিসার আয়াত তিনে দেওয়া।

পালক ছেলের বৌকে বিয়া? আযহাব সাঁইত্রিশ দেখ গিয়া,
দাসী যদি ধরতে পারো, মন চাইলেই সহবত করো,
এমন কথা বলি কীজন্য? আল আযহাব দেখ বাহান্ন,
পাক কোরানে লেখা হলে, কেউকি ওটা এমনি বলে?

(সহৃদয় পাঠককূলের উৎসাহ পাইলে আরো কিছু মোখতাসার নাযিল করিবার ইচ্ছা রাখি, একারনেই ইহার নামকরণান্তে একখানা ১ রহিয়াছে)