যুক্তি, বুদ্ধি নিয়ে নির্ধার্মিক (‘এথিস্ট’) মানুষ যখনই ধর্মবিশ্বাসীদের সঙ্গে তর্কে নামেন, অনেক সময়ই দেখা যায় যে আলোচনা অচিরেই গুটিয়ে যায় কারণ একটি বাঁধা গতে ধর্মবিশ্বাসীরা বলে থাকেন – ওঃ নির্ধার্মিক? তাহলে তো কোন কিছুতেই বিশ্বাস নেই – তাহলে আর কথা বাড়িয়ে লাভ কি?

বিভিন্ন ইন্টারনেট-ভিত্তিক ফোরামে এহেন কথা শুনতে শুনতে এক প্রতিষ্ঠিত নির্ধার্মিক ব্লগার – যিনি সর্বদা কাট্‌লফিশ ছদ্মনামের আড়ালে লেখেন, এবং যাঁর প্রায় সমস্ত পোস্ট হয় কবিতায় – একটি লেখা লেখেন, নির্ধার্মিক হিসেবে তিনি কিসে কিসে বিশ্বাস করেন তার একটা ফিরিস্তি দিয়ে। লেখকের অনুমতিক্রমে সেই লেখাটি এখানে অনুবাদ করে দেওয়া হল। অনুবাদে ভুলত্রুটি মার্জনীয়।

নির্ধার্মিক-এর বিশ্বাস

বিশ্বাস আমার প্রেমে-করুণায়
বিশ্বাস আমার সহায়তা-হাতে
বিশ্বাস আমার দৃঢ় অভিমতে
বিশ্বাস মত প্রকাশেতে
বিশ্বাস করি সহযোগিতায়
কঠিন পথটা পার করে
বিশ্বাস করি পারব আমরা

বিশ্বাস নেই – ঈশ্বরে।

বিশ্বাস করি শিক্ষা দীক্ষা
বিশেষ-জ্ঞানের সাধনায়
বিশ্বাস করি দূরদৃষ্টি
মহাজনপথে পাওয়া যায়।
বিশ্বাস করি কবিতা লেখায়
গাইতে প্রেমের জয়গান
প্রহেলিকা কত দুনিয়াতে, তবু

নেই উপরে ভগবান।

চিত্রকলা, সঙ্গীতে আর
কণ্ঠস্বরের যুক্তিতে
চিরসুন্দর প্রকৃতি এবং
স্বাধীন ইচ্ছাশক্তিতে।
বিশ্বাস করি ভবিষ্যতে
তাকে গড়ে তুলি আমরাই
বিশ্বাস করি জ্ঞানবন্টনে

ধর্মগ্রন্থ ছাড়ি তাই।

শূন্য থেকে আগমন আর
শূন্যতে হবে প্রস্থান
বিশ্বাস করি অজানা অনেক
কিন্তু অনেকই পাব জ্ঞান
বিশ্বাস করি প্রাণ-সংযোগে
কতো আরও আছে প্রতীতি
বিশ্বাস করি আমরা মানুষ

যথেষ্ট সেটা নয় কি?