বিশ্বাসের বাতাসে ওড়ে মানুষ,
পুড়ে ঘরবাড়ি।
ঘৃণার সমুদ্রে এক নদী
জল আর পানি।

১০ জ্যৈষ্ঠ, ১৪১৮

রাত হলে পরে
আমার দিনের ঘুম ভেঙে যায়
জেগে ওঠে দেখি
অন্ধকার

ফেব্রুয়ারি ১৩, ০৬

ভাঙনের ঢেউ, পাড়ে এসে
পৌঁছবার আগেই ভেঙে গেল পাড়।
ঐক্যের সুর ধ্বনিত হবার আগেই
ভেঙে গেলো ঐক্য মঞ্চ।

জানুয়ারী ১৬. ০৮

কতটুকু বলা যায়?
যতটুকু প্রকাশ, তাতেই
চোখের আকাশে মেঘ
তারপর মরুভূমি।

জানু ১৬, ০৮

দুয়ার খুলে চেয়ে দেখি
শূন্য আকাশ ।
ঘরের ভেতর ফিরে এসে
আবারো সেই চমকে ওঠা।

জানুয়ারী ১৬, ০৮

তোমার কান্না দেখে,
মনে হয়েছিলো, একটুখানি কাঁদি। পারিনি।
অন্য একজনের হাসির তোড়ে,
ভেসে গেছে আমার চোখের জল।

সেপ্টেম্বর ০৮

একটা ঘর,
ঘরটা অনেক বড়.
শেষমেশ
ঠাঁই হয়নি কারো।
জানু ৬, ০৮