( এই কবিতাটা অভিজিৎ কে উৎসর্গ করলাম)
আমাকে নিয়মিত লিখতে বলেছেন, কিন্তু হয়ে উঠছেনা, আমার এই নিরুপায় অবস্থাকে ক্ষমা করবেন অভিজিৎ ,তার পরেও সামান্য চেষ্টা।

আমার বসনখানি গলে পড়ে
দুপুরের অঙ্গার রোদে
জীবনের শব্দ
পাতার মর্মরে।
রয়েছে কাজ
রয়েছে পিছুটান।

এলো বর্ষণ রাত
কতো কাদাজলে নেমেছি,
কোনোখানে নাগাল পাইনি,
একবারই স্পর্শ করেছি তোমায়
প্রকৃতির মাঝামাঝি।

শরীরে আমার ভালোবাসার গন্ধ,
তোমার হৃদয় ফেলেছে নোঙ্গর
অন্য কোনো বন্দরে।
বাসনার মুখে আগুন জ্বেলে
লাল ঠোটের অমৃতে চুমু খাওয়া,
ব্যথা আমার কবিতা
তাই, আমিই মহাকাব্য।