আপোষ ইচ্ছানন্দে জন্মেছিলাম আমি; সীমাবদ্ধ,
আরোপিত যে কক্ষপথে ছিল আমার আবর্তন,
চিরায়ত যেসব নির্দেশনায় আমার বেড়ে ওঠা,
চেনা চোরাগলিতে পরপ্রজন্মকে যে স্থাপনস্পৃহা;
চলো তা অস্বীকার করি।

আয়েশি দাগ টানা চেনা ঐ চারকোনা ঘর;
সুড়ঙ্গপথে অক্লান্ত দৃষ্টিপাতে একচোখা শ্রেষ্ঠত্ব;
অর্থহীন, গোঁড়া, যুক্তিহীন, রাগী আস্ফালন;
অযথা অহংকারে দাবি, আহা; অতুলনীয়তার।
এসো তা অস্বীকার করি।

মোছাদাগ, অতঃপর দিকনির্ণয় ও অবস্থান সংরক্ষণ,
জংতার ঘষে মেজে চকচকে টানটান; উদাত্ত ঝংকার;
অঘোষিত আনুষ্ঠানিকতা, তারপর; আতঙ্ক অতিক্রম,
যা কিছু অর্থময়, সত্যায়িত কিংবা সীমানা পেরুনো;
সজ্ঞানে তা স্পর্শনিবিড় করি।