আমার কি দোষ,
আদিগন্ত বুনোফুলের হিল্লোল যদি মন কাড়ে
মেঘমালা রঙের মাখামাখিতে যদি ডুবে যাই,
রাতের আকাশ যদি না সীমাহীন রহস্য করে;
অতঃপর ভাললাগার উত্তর যদি আমি না চাই?

যদি যুক্তি এবং,
ভাবনাগুলো বহু দূর গাঁয়ে যদি বেড়াতে চায়
প্রতিবাদ ঝিমোয়, মানবতার দৃষ্টিপথ হয় শুন্যে;
আমি জ্ঞানপাপ বিলাসে যদি গা ভাসাই, হঠাৎ;
ব্যাখ্যাতীত বিজ্ঞান যদি ভালবাসি, অপ্রমানিত?

আমি জেনেশুনে যদি,
জানতে না চাই, কি কেন এবং কিভাবে?
শব্দার্থ খুঁজতে যদি উদাস লাগে, আমার;
সমীকরনের স্বভাব ভাবনা যদি ছুটি নেয়,
যদি ভালো লাগার ভালবাসা একাই জেতে?

দোষ? ক্ষমাহীন যুক্তিরা বিক্ষুব্ধ,
তাড়া করে আটপৌরে এই মানুষ আমাকে
খারিজ করে দেয় ঐ কল্পমেয়াদী ভাব ছুটি
অকস্মাৎ খামোখা ভালোলাগা ভাব ঝরে যায়
যুক্তি, মানবতা ও এযাবৎ আহরিত জ্ঞানভারে।