হও বলাতেই হইলা; বল বলতেই বইল্লা
কর বললে করলা, চল বললেই চললা।
ছয় দিনেতে হয়; তা পাক কিতাবে কয়
মনে রাইখো ভয়; না হইলে মুক্তি নয়।

দেন মোহরে কেনো; শস্য ক্ষেত্র জেনো
অ্যাকে যেন তেন, চার পর্যন্ত মেনো।
গুনে হিসাব মানা; বিজ্ঞানে ভুল জানা
সৃষ্টির আছে কর্তা; না মানলে ভর্তা।

ধর্ম হইল ভূয়া; তুলবে যেবা ধুঁয়া,
রগ কাটো তার, কর বিল্লা পার।
মইরা স্বর্গ চাও; জিহাদ পুণ্যি নাও
খিচ্চা কতল কর; বেহেস্তি পথ ধর।

গোপন কথা কই; অ্যালাহর নামে সই
আকাম হইব কাম, কামের মাপে দাম।
টেকির কথা কই; আমি সবখানেতে রই
সার্চে পাইবা দম; অ্যালাপ্যাঁক ডট কম।