আমি এখন অনুভূতিহীন;
আনন্দ,
বেদনা,
অস্থিরতা,
কিংবা, নাম না জানা হাজারটা অনুভূতি;
কোনটাই আমার মধ্যে বিদ্যমান নেই।
দু’দিনের এই জীবন নিয়ে ,
খেলে যাচ্ছি একের পর এক খেলা।
এ নেহায়েৎ মন্দ না।
ঘড়িতে যার টিকটিক করে বাজে মৃত্যুঘন্টা,
তার আবার হৃদয়ে অনুভূতির যন্ত্রণা!

সেই কবে ভুলেছি আমি ভালোবাসতে ভালোবাসা;
সেই কবে ভুলেছি হারাবার ভীত ডানা।
চাই না একাকী, তোমার চোখে শুষ্ক কান্না,
অমানবিক সম্পর্কের সুরে গল্পে বাঁধা,
নিদারুণ অপরাধী পলায়নপর ভালোবাসা।

তোমার মাঝে ভুলে থাকার নেশা;
সেই নদীতে নৌকাডুবির ঘনঘটা।
অমরত্বের অমৃতে মৌমাছি গুঞ্জনে,
থেকো তুমি সৃষ্টিতে সযতনে।
বড় বেশী বেখেয়ালে,
ডুবে থাকা অনুভবে,
সৃত্মিটুকু সাথে নিয়ে,
চলে যাবে খেয়ালী পাগলা হাওয়া।