(বিশ্বসাহিত্যকেন্দ্র পাঠচক্রের সদস্য হওয়ায় প্রতি সপ্তাহে আলোকিত মানুষ খুঁজে চলা আব্দুল্লাহ আবু সায়ীদ স্যারের ক্লাস করা, তার সাথে ক্লাসের সকলে মিলে আলোচনায় যোগ দেয়ার সুযোগ পাই। স্যারের কথার সান্নিধ্যে যখন থাকি তখন মাঝে মাঝে টুক করে দুই একটা কথা, যেগুলো মনে ধরে যায় বা মনে ধাক্কা দেয়- কুড়িয়ে রেখে দিই ডাইরির পাতায়।
সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার আগ্রহ থেকে এই সিরিজের জন্ম। সবার ভাল লাগলে চালিয়ে যাব এই সিরিজ।)

“মানুষ তার স্বপ্নের সমান বড়।”

(একটা মানুষ মানুষের সম্ভাবনায় কতটা বিশ্বাসী ও আশাবাদী হলে এমন কথা বলতে পারে?)

“এ পৃথিবীর একটা কণাও তো নৈরাশ্য দিয়ে তৈরি নয়। তাহলে কেন নৈরাশ্য? কেন নয় আশা?”

(আমি ব্যক্তিগতভাবে কিছুটা নৈরাশ্যবাদী। আশাবাদী হতে না পারার এত বড় অক্ষমতা সম্পর্কে আমি পূর্ণ সচেতন। প্রাণপণে চেষ্টা করতাম এই অক্ষমতা কাটিয়ে উঠতে। এই লাইনটি আমাকে অনেকটা লাইনে আসতে সাহায্য করেছে! 😉 )

“প্রত্যেকটা বড় মানুষ তার যুগে নাস্তিক।”

“স্বপ্ন মানে হচ্ছে আমি কোথায় যেতে চাই। যে সেই স্বপ্নটাকে যত বাস্তব করে গড়তে পারে সেই সফল হয়।”

“ঈশ্বর একটি সজীব সত্ত্বা। সে আছে কি নেই সে প্রশ্ন আলাদা।…তুমি তার পক্ষে যেতে পারো বা বিরুদ্ধে যেতে পারো, কিন্তু তুমি যদি বল ঈশ্বর মৃত তার মানে তুমি মৃত।”

“তুমি যদি কোন নতুন জিনিস নিতে চাও তাহলে অবাক হয়ে তাকাবে। কারণ তার মধ্যেই নতুন জিনিস আসে যে অবাক হয়ে তাকায়।”

“অপ্রয়োজনের জিনিস সুন্দর হয়, প্রয়োজনের জিনিস গাড়লের মত হয়।”

“সৌন্দর্যকে অপ্রয়োজনীয় হতে হয়, বাস্তব প্রয়োজনের সাথে অপ্রয়োজনীয় হতে হয়।”

“একটা বৃদ্ধের যৌবন হলো তার জীবনের অভিজ্ঞতা, শিক্ষা ও যৌবনের সমন্বয়। তার সাথে যুবকের যৌবন কি করে পারবে?”

“কেউ বলেনি তুমি পারবেনা, তুমিই বলছ।”

“বীর সবসময় সশ্রদ্ধ, শ্রদ্ধাহীনতা হলো কাপুরুষদের।”

“মানুষের মুক্তি হচ্ছে যূথবদ্ধতায়।”

“সেটুকুই আমরা যেটুকু আমরা সংগ্রাম করি।”

“প্রেম শব্দটির মানে হচ্ছে না পাওয়া।”

“আলোকিত মানুষ বলে কিছু নেই। ওটা একটা স্বপ্নের নাম। আমরা শুধু আলোকিত হবার চেষ্টা করতে পারি, আর চেষ্টা করাটাই হওয়া।”
(এই লাইনটির মধ্যে চিরকাল মানসিকভাবে গতিশীল থাকার অসাধারণ একটা প্রেরণা খুঁজে পাই আমি)

“যেকোন জাতির প্রতিভাবানেরা সে জাতির গড়পড়তা মানুষের সম্পূর্ণ বিপরীত। তারা সবাই সে জাতির প্রিয় প্রতিপক্ষ।”

“কে কতটা শিশু তার উপর নির্ভর করে সে কতটা কালচার্ড, বার্ধক্য হলো আনকালচার্ড।”