আজ ভেঙে যাক সব নিষ্ঠুর কারাপ্রাচীর,
ছিঁড়ে যাক পাষাণ শেকল,
ছিঁড়ে যাক পায়ের বেড়ি,
ভেঙে চুরমার হোক যত কারাগারের তালা।
এসেছে দিন বদলের পালা।
এসেছে দিন বদলের পালা।

আজ স্বাধীনতার দমকা হাওয়ায়
উবে যাক অন্ধ-অবগুন্ঠন।
জ্বলে উঠুক মুক্তির লন্ঠন।
খুলে যাক রুদ্ধ-দ্বার।
পিশাচের শোষণ, জ্বলে পুড়ে হোক অঙ্গার।
রুদ্র-শোষণ ভেঙে হোক চুরমার।
মুক্তিকামী বন্দিনীদের ,চীৎকারে ফেটে যাক গলা।
এসেছে দিন বদলের পালা।
এসেছে দিন বদলের পালা।

এবার উন্মুক্ত আলো জ্বলুক বদ্ধ-আঁধারে,
মুক্তির কড়া নড়ুক দ্বারে দ্বারে।
টুটে যাক হাতকড়া।
সহস্র বছরের কারাবন্দিনীদের হোক মুক্তি।
চিরাচরিত বৈষম্যের হোক সমাপ্তি।
বর্বর শোষণের হোক অবলুপ্তি।
বন্ধ হোক পৈশাচিক দাস-মুনিবের খেলা।
খুলে যাক মূক- বধিরের মুখের তালা, কানের তুলা।
এসেছে দিন বদলের পালা।
এসেছে দিন বদলের পালা।