রিমা চাড্ধা’র Our Family Tree অবলম্বনে ।
(রিমা চাড্ধা’র Our Family Tree একটি ইন্টারঅ্যাকটিভ স্লাইড শো । খুব সহজবোধ্য উপাস্থপনের জন্য স্লাইডগুলো বাংলায় রুপান্তরিত করেছি :
(রিমা চাড্ধা Nova Science now এবং Nova online এর সহকারী সম্পাদক)

‘হমিনিড’ বা গ্রেট এইপদের পরিবারের মধ্যে আমার সবচেয়ে বুদ্ধিমান হতে পারি, কিন্তু অন্য গ্রেট এইপ: শিম্পান্জ্ঞি, বনোবো এবং ওরাং উটান -দের সাথে আমাদের অনেক কিছুরই মিল আছে । অন্যদিকে লেসার প্রাইমেট, যেমন বানরদের, সাথে আমাদের বড় পার্থক্যগুলো হচ্ছে, আমরা সহ পাঁচ হমিনিড প্রাইমেটদের কোন লেজ নেই, শরীরের আকারও বড় আর বুদ্ধিমত্তাও বেশী। এমনকি আমাদের ডিএনএ’র শতকরা ৯৮ ভাগই একরকম। তারপরও কিছু পার্থক্য আছে, আমাদের এই পরিবারের সদস্যেদের মাঝে, যেমন, খাদ্যাভ্যাস, মেজাজ আর সামাজিক আচরণে। এই সরলীকৃত আমাদের পারিবারিক বৃক্ষে সংক্ষেপে এবং সামগ্রিকঅর্থে আমাদের সাথে অন্যান্য গ্রেট-এইপদের কি ধরনের সদৃশ্যতা বা বিসদৃশ্যতা আছে তা দেখানো হয়েছে :

(আরেকটু বড় করে দেখতে হলে স্লাইড গুলোর উপরে ক্লিক করুন)


স্লাইড ১ : আমাদের পারিবারিক বৃক্ষ (সুত্র :নোভা/পিবিএস)।


স্লাইড ২ : গরিলা (সুত্র :নোভা/পিবিএস)।


স্লাইড ৩ : শিম্পান্জ্ঞি (সুত্র : নোভা/পিবিএস)।


স্লাইড ৪ : বনোবো (সুত্র : নোভা/পিবিএস)।


স্লাইড ৫ : মানুষ (সুত্র :নোভা/পিবিএস)।


স্লাইড ৬ : ওরাং উটান (সুত্র :নোভা/পিবিএস)।