এই পাংশু বেলায়
এক মুঠো মেঘ ঘরে তুলেছি
ধূসর বাতাসে নীল রঙে
রাঙ্গিয়ে শাড়ী।

আমায় চিনতে ভুলোনা
চিত্রা নদীর বাঁকে
প্রসন্ন নির্জনে।
এলো খোঁপায় মালাটিতে
বন্দি তুমি।

আহত শব্দের ক্রন্দন
শুনেছে কবি,
ফেরারী হয়েছে শব্দের মালা
চিনে নিও মিহিন বাতাসে,
স্মৃতির আদিম উষ্ণতায়
ভোরের শিশির কণায়
অথবা,
ফুল তুলতে গিয়ে
কাঁটার রক্তাক্ত যাতনায়।