আমি কেন রক্ষণশীল নই ৩ (শেষ পর্ব)

আমি কেন রক্ষণশীল নই ২ আমি কেন রক্ষণশীল নই ১ আগের পর্বের পরে... ৫। উদারপন্থাকে রক্ষণশীলতা ও সমাজতন্ত্রের মাঝামাঝি অবস্থান বলাটা মোটের ওপর ভুল হলেও একটি বিশেষ ক্ষেত্রে একেবারে অযৌক্তিক নয়। রক্ষণশীলের আধ্যাত্মবাদ থেকে উদারপন্থী ততটাই দূরবর্তী, যতটা দূরবর্তী সে সমাজতন্ত্রীর ত্রুটিপূর্ণ যুক্তিবাদ থেকে। এই যুক্তিবাদী মনোভাবের বৈশিষ্ট্য হল যে সে সব সামাজিক সংগঠনকে ব্যক্তিগত [...]