আমরা ক’জনা মুক্তমনা,
খরস্রোতানদীতে দাঁড়িয়েছি স্রোতের বিপরীতে।
আমরা খুঁজি যুক্তি,
আমরা খুঁজি কুসংস্কার থেকে মুক্তি।
চড়েছি আমরা যুক্তির রথে,
পর্বতসম বাধা আমাদের মুক্তির পথে।

অন্যায় আর অসত্যের বিরুদ্ধেই আমাদের যুদ্ধ।
আমরা অপ্রতিরুদ্ধ,
আমাদের রোখে কার আছে সাধ্য ?
সত্যই মোদের হাতিয়ার,
মিথ্যার প্রতি মোরা জানাই ধিক্কার।
বিজ্ঞানে আমাদের আস্থা,
যুক্তিতে আমাদের মুক্তি।
ধর্ম মোদের মানবতা,
সততাই মোদের উৎকৃষ্ট পন্থা।

আমরা সুরা আর হুরীর লোভে করিনা কোন কাজ।
আমরা অন্ধকার সমাজ ভেঙে-
গড়তে চাই আলোকিত সুশীলসমাজ।
আমরা রূপকথার গল্প শুনিয়ে কাউকে দেইনা ধোঁকা।
আমরা সত্য আর বিজ্ঞানের আলোতে-
দূর করবো সব কুসংস্কারের সংক্রামক পোকা।
বিজ্ঞানের পাখায় ভর দিয়ে –
আমরা পাড়ি জমাবো দূরনক্ষত্রে।
সত্যের অন্বেষণে ডুব দেবো গভীর সমুদ্রে।