প্রানপনেতে একটা আমি মরামানুষ খুঁজছি
কথা বলা; সত্যবাদী, মরা মানুষ খুঁজছি।
অনেক সূর্য পার করে, অনেকগুলো রাত ধরে
অনেক দুরের পথ হেঁটে; সেই মরাটা খুজছি।
আমার কিছু প্রশ্ন ছিল, অল্প কিছু কথা ছিল
কথা বলা; সাক্ষী দেবার, একটা মরা খুঁজছি।

এদিক সেদিক কতই গেলাম, জলের থেকে ডাঙ্গা;
পাহাড় ভেঙ্গে ঐ উপত্যকা, আর খন্দ থেকে খানা,
ডানে বামে ডাক পেড়ে, বাতাসটাকে চিরে ফেড়ে;
দশ দিকেতে ঘুরে ফিরে, কি খোঁজাই না খুঁজছি।
আমার কিছু প্রশ্ন ছিল; অল্প কিছু কথা ছিল,
কথা বলা; সাক্ষী দেবার, সেই মরাটাই খুঁজছি।

ঘরে শুধোই বাইরে শুধোই, চেনা জানা সবকে
পাগলা নাকি হয়ে গেছি নালিশ করে ভাইকে।
ভাবনা গুলোর আরোপকারী খাতনাকারী মা বাপ
ওরাও বলে সাক্ষী নেইযে যতই করি লাফ ঝাপ।
আমার কিছু প্রশ্ন ছিল; খুব অল্প কিছু কথা ছিল,
কথা বলে সাক্ষী দেবে, আরে; তাই মরাটা খুঁজছি।

কাজী রহমান