প্রকাশ কর হে প্রিয়তম,
প্রকাশ কর নিজেরে।
স্তব্ধ হয়ে থেকোনা আর,
মুগ্ধ কর মোরে তব প্রেমে;
বলে দাও “ভালোবাসি”।

মোর অভিমানী নিশ্চুপ ঠোঁটের –
অনুচ্চারিত কথাগুলো শুনে নাও,
জেনে নাও আমি তোমায় ভালোবাসি।
বুঝে নাও সুগভীর দুটি চোখের চাহনী।
বুঝে নাও মোর আকুল হৃদয়খানি।

মন দিয়ে বুঝে নাও মনের ব্যাকুলতা,
শুনে নাও এ মনেতে জমে আছে যত না বলা কথা ।
অঝোরে আর ঝরিতে দিওনা মোর অশ্রুধারা,
এ অশ্রু এক “প্রতিবাদ”;
কেবল নয়তো জলধারা !

এবার সাঙ্গ কর এ নিষ্ঠুর খেলা,
আমার প্রেমে আর করোনা অবহেলা।
হৃদয় দিয়ে শুনে নাও হৃদয়ের ধ্বনি,
তোমায় আমি মোর প্রাণেশ্বর জানি।
ধন্য করে দাও প্রিয় মোরে,
ধন্য কর মম জীবনখানি-
ভালোবেসে হৃদয়েতে স্থান দাও একটুখানি।