মেঘকন্যার কবিতায় অবিরাম ভালবাসা;
আমার ধুসর ভাবনায় নস্টালজিয়া,
মেয়েটার কবিতায় তখন অনন্ত উচ্ছ্বাস বারংবার;
আমাতে সঙ্গোপণে অনেক ক্লান্তির মহাভার,
মনে হোল মেঘের সঙ্গে তার খুব ভাব;
আমি ভাবি, ও হয়তো শুধুই জল।

প্রানবন্ত একটি নুতন ফুলের মত লাগছিল ওকে;
অথচ আমার জগত বেমক্কা হিসাবে হিসেবি,
জলপ্রপাতের মত একগুয়ে ছন্দময়্ ওর চলা;
রঙধণু ঘিরে রয়েছে অদ্ভুত জড়ানো ভালবাসায়,
স্পষ্ট দেখছি মিষ্টি মেয়েটার চোখে কত রঙ;
আবার যুগপৎ আমি দেখছি সব ঝাপসা।

কবিতার রেশ না মিলাতেই কথা হোল;
ঝাপসা দেখছি না আর এতটুকু এখন,
জানালাম কে বেশি সুন্দর, কবিতা টা নাকি ও;
অবাক হয়ে দেখলাম, ভাল লাগছে বেশ;
প্রায় লজ্জারাঙ্গা সুখী মেয়েটার নাম বদলে দিলাম জলকন্যা
আমার অপরাধী ভাবনার রঙ অবশেষে শাদা হোল।