প্রতিটি বইমেলাতেই মুক্তমনা সদস্যরা প্রগতিশীল যুক্তিবাদী এবং বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনার সাথে সংগতিপূর্ণ অসংখ্য বই প্রকাশ করে থাকেন। পাশাপাশি তারা প্রকাশ করেন প্রবন্ধসংকলন, গল্প, কবিতা এবং উপন্যাস গ্রন্থও। প্রকাশ করেন রম্যরচনা সংকলন, লিটল ম্যাগাজিন কিংবা সাময়িকী (বিগত কয়েকটি বই মেলায় বেরুনো এধরণের বইয়ের একটা তালিকা পাওয়া যাবে এখানে)।

আমরা আশা করছি এবারো সেই ধারার কোন ব্যতিক্রম হবে না। ইতোমধ্যেই ফেসবুকে এবং অন্যত্র মুক্তমনা সদস্যদের প্রকাশিতব্য বেশ কিছু বইয়ের কথা খুব জোরে সোরে শোনা যাচ্ছে, নানা জায়গায় বইগুলো আলোচিত হচ্ছে। ‘অবিশ্বাসের দর্শন’, ‘পার্থিব’, ‘অবমুক্ত গদ্যরেখা’, ‘ছড়া মহাশয়’, ‘আস্তিকতা-নাস্তিকতার দ্বন্দ্ব’, ‘ডারউইন : একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা’সহ নানা বইয়ের খবর বিভিন্নজনের মুখে মুখে ফিরছে। আমরা চাইবো মুক্তমনা ব্লগ-সদস্য, লেখক এবং  পাঠকেরা যেন তাদের লেখা কিংবা জানা বইয়ের তথ্যগুলো আমাদের কাছে পাঠিয়ে দেন। এর ফলে সবাই সরাসরি প্রকাশিত কিংবা প্রকাশিতব্য বইয়ের তথ্যগুলো জানতে পারবেন। বইয়ের তথ্য জানানোর জন্য কেউ এই ব্লগে মন্তব্য করতে পারেন কিংবা জানাতে পারেন – ইমেইলে  ([email protected]  – এই ঠিকানায়)। বইয়ের প্রচ্ছদ হয়ে গেলে প্রচ্ছদের ছবিটিও মন্তব্যে জুড়ে দিন কিংবা এটাচমেন্ট হিসেবে আমাদের কাছে পাঠান। সেই সাথে জানিয়ে দিন নিম্নোক্ত তথ্যগুলো –

  • বইয়ের সম্পূর্ণ শিরোনাম
  • বইয়ের লেখক বা সহলেখকদের নাম
  • বইয়ের বিষয়/ধরন
  • বইয়ের পৃষ্ঠা সংখ্যা
  • বইয়ের প্রকাশকের নাম
  • বইয়ের প্রচ্ছদশিল্পীর নাম এবং
  • বইয়ের মুদ্রিত মূল্য
  • মুক্তমনা লেখকদের প্রকাশিতব্য গ্রন্থের তালিকা সংক্রান্ত পোস্টটি আমরা বইমেলা চলাকালীন সময় নীড়পাতায় স্টিকি হিসেবে রেখে দেয়ার চেষ্টা করব।

    আপনাদের সহযোগিতার জন্য মুক্তমনার পক্ষ থেকে ধন্যবাদ, এবং বইমেলা উপলক্ষ্যে মুক্তমনা-লেখকদের বই প্রকাশিত হওয়ার জন্য লেখকদের আগাম উষ্ণ অভিনন্দন (F) ।

    আপডেটঃ ২০১১ সালে প্রকাশিত এবং প্রকাশিতব্য বইগুলো:  

    বই তথ্য
    http://www.mukto-mona.com/project/boimela2011/obissahsher_dorshon.jpg অবিশ্বাসের দর্শন
    লেখক:
    অভিজিৎ রায় এবং রায়হান আবীর
    (বিজ্ঞান ও দর্শন বিষয়ক গবেষণাগ্রন্থ) 

    প্রকাশক: শুদ্ধস্বর
    মুদ্রিত মূল্য:
    ৫০০ টাকা
    পৃষ্ঠা:
    সংখ্যা: ৩২০
    প্রচ্ছদ:
    সামিয়া হোসেন 

     

    http://www.mukto-mona.com/project/boimela2011/dwidha.jpg

    দ্বি ধা
    লেখক :
    মোজাফফর হোসেন ও রাতুল পাল
    (গল্প সংকলন) 

    প্রকাশক: অন্বেষা
    মুদ্রিত মূল্য: ১২০
    পৃষ্ঠা: ৯৬
    প্রচ্ছদ: চারু পিন্টু
     

     http://www.mukto-mona.com/project/boimela2011/roder_oshukh.jpg  রোদের অসুখ
    লেখক: আশরাফ মাহমুদ
    (কবিতা)

    প্রকাশনা সংস্থা: শুদ্ধস্বর
    মুদ্রিত মূল্য: ১২৫ টাকা
    পৃষ্ঠা সংখ্যা: ৮০ পৃষ্ঠা
    প্রচ্ছদ: তৌহিন হাসান

      

    http://www.mukto-mona.com/project/boimela2011/TokhanOAkhon.jpg

    তখন ও এখন
    সামাজিক রূপান্তরের রেখাচিত্র
    লেখক:
    গীতা দাস
     

    প্রকাশনা সংস্থা: শুদ্ধস্বর
    মুদ্রিত মূল্য: ১৭৫ টাকা
    পৃষ্ঠা সংখ্যা: ১১০ পৃষ্ঠা
    প্রচ্ছদ: শিবু কুমার শীল

     

    http://www.mukto-mona.com/project/boimela2011/Raudra.jpg

    রৌদ্র
    লেখক: কামরুন নাহার
    (কবিতা)

    প্রকাশনা সংস্থা: মনন প্রকাশ
    মুদ্রিত মূল্য: [] টাকা
    পৃষ্ঠা সংখ্যা: [] পৃষ্ঠা
    প্রচ্ছদ: []

     http://www.mukto-mona.com/project/boimela2011/Darwin_Ananta.jpg ডারউইন : একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা
    সম্পাদক: অনন্ত বিজয় দাশ
    (সংকলন গ্রন্থ)

    প্রকাশনা সংস্থা: অবসর প্রকাশনা
    মুদ্রিত মূল্য: ৩০০ টাকা
    পৃষ্ঠা সংখ্যা: ২৩৯ পৃষ্ঠা
    প্রচ্ছদ: এ. টি. আজাদ (রানা)

     http://www.mukto-mona.com/project/boimela2011/Parthib.jpg পার্থিব
    লেখক: অনন্ত বিজয় ও সৈকত চৌধুরী
    (প্রবন্ধ সংকলন)

    প্রকাশনা সংস্থা: শুদ্ধস্বর
    মুদ্রিত মূল্য: ২২৫ টাকা
    পৃষ্ঠা সংখ্যা: ১৩৫ পৃষ্ঠা
    প্রচ্ছদ: শিবু কুমার শীল

     

    http://www.mukto-mona.com/project/boimela2011/Obomukto_Goddorekha.jpg

    অবমুক্ত গদ্যরেখা
    লেখক: রণদীপম বসু
    (প্রবন্ধ সংকলন)

    প্রকাশনা সংস্থা: শুদ্ধস্বর
    মুদ্রিত মূল্য: ৩০০ টাকা
    পৃষ্ঠা সংখ্যা: ১৮২ পৃষ্ঠা
    প্রচ্ছদ: তৌহিন হাসান

     

    http://www.mukto-mona.com/project/boimela2011/Yarr_melbourne.jpg

    ইয়ারার তীরে মেলবোর্ন
    লেখক: প্রদীপ দেব
    (প্রথম প্রবাস / ভ্রমণ কাহিনী)

    প্রকাশনা সংস্থা: মীরা প্রকাশন
    মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা
    পৃষ্ঠা সংখ্যা: ২৭১ পৃষ্ঠা
    প্রচ্ছদ: মোবারক হোসেন লিটন

     

    http://www.mukto-mona.com/project/boimela2011/Astikota-Nastikota.jpg

    আস্তিকতা-নাস্তিকতার দ্বন্দ্ব
    লেখক: আলমগীর হুসেন
    (প্রবন্ধ সংকলন)

    প্রকাশনা সংস্থা: বদ্বীপ প্রকাশন
    মুদ্রিত মূল্য: ১৭০ টাকা
    পৃষ্ঠা সংখ্যা: ১১০ পৃষ্ঠা
    প্রচ্ছদ: []

     

    http://www.mukto-mona.com/project/boimela2011/shakher_korat.jpg

    শাঁখের করাত 
    লেখক: প্লাবন ইমদাদ ও মোস্তাফা কামাল বিপ্লব
    (রম্যরচনা সংকলন)

    প্রকাশনা সংস্থা: শব্দ শিল্প
    মুদ্রিত মূল্য: ৮০ টাকা
    পৃষ্ঠা সংখ্যা: ৬৪ পৃষ্ঠা
    প্রচ্ছদ: []

     http://www.mukto-mona.com/project/boimela2011/Muslim-jogoter_parvez.jpg মুসলিম জগতের জ্ঞানতাত্ত্বিক লড়াই 
    লেখক: পারভেজ আলম
    (দর্শন ও ইতিহাস)

    প্রকাশনা সংস্থা: শুদ্ধস্বর
    মুদ্রিত মূল্য: ১৫০ টাকা
    পৃষ্ঠা সংখ্যা: []
    প্রচ্ছদ: []

    এ ছাড়া কলকাতা বইমেলায় বেরুনো আমাদের মুক্তমনা সদস্যদের  বই –

    বই তথ্য
     

    http://www.mukto-mona.com/project/boimela2011/poromanu_bidyut.jpg

    পরমাণু বিদ্যুৎ
    লেখক :
    বিপ্লব দাস
    (গবেষণা গ্রন্থ) 

    প্রকাশক: দে’জ পাবলিশিং
    মুদ্রিত মূল্য: []
    পৃষ্ঠা: []
    প্রচ্ছদ: []
     

     http://www.mukto-mona.com/project/boimela2011/shera_juktibaadi_shonkolon.jpg  সেরা যুক্তিবাদী সংকলন
    লেখক: প্রবীর ঘোষ ও সুমিত্রা পদ্মনাভন
    (প্রবন্ধ সংকলন)

    প্রকাশনা সংস্থা: দে’জ পাবলিশিং
    মুদ্রিত মূল্য: []
    পৃষ্ঠা সংখ্যা: []
    প্রচ্ছদ: []