গল্পে শোনা সেই অন্ধ রাজহাঁস হয়ে যাচ্ছি যখন তখন,
সারাটা সময় ঠোকর খাচ্ছি, এখানে সেখানে সবখানে।
কাশবন পেরিয়ে মস্ত দীঘি; ভাল্লাগে একমাত্র সেখানেই
কেউ একটু নাবিয়ে দিলেই শুধু অনাবিল শান্তি জোটে।

অন্ধদের যেমন হয় আরকি, অনুভূতি আমার বেশ ভাল
দীঘিপথের শুরুটা চিনলেও, যেতে ভয় পাই, ধাক্কা খাই,
আবেশি আলোর আভাতেও অন্ধচোখে সব ঘোলা ঠেকে
ভয় পাই; ঠোকর খাই, শুধু কেউ নাবিয়ে দিলেই শান্তি।

মানুষগুলো শুধু খাই খাই করে, খামোখা বেদম লাথি মারে
শিয়াল কুকুরগুলো বরং ভাল, কামড়াতে চাইলে বোঝা যায়;
মানুষগুলো কিচ্ছু বোঝা যায়না, কী যে চায় বোঝাই যায়না,
আমি ভয় পাই। মস্ত ঐ দীঘিটা; ভাল্লাগে একমাত্র সেখানেই।

দীঘিটায় কী যেন একটা আছে, অনন্ত থেকে; বহুকাল আগের,
ওটা অসীম হয়ে আমার সঙ্গে কথা কয় ফিসফিস; ফিসফিস,
হাঁসচোখ, মন আর রহস্যজট খুলে যায়, ভয়গুলো উড়ে যায়,
কেন যায় আমি জানি। ঐ দীঘিটা; ভাল্লাগে শুধূমাত্র সেখানেই।